মোদিকে সঙ্গে নিয়ে ‘সুপারক্লাব’ গড়তে চান ট্রাম্প? সেই অক্ষে থাকছে রাশিয়া, চিন এবং জাপানও। এমনই গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও বিবৃতি জারি হয়নি। এই পাঁচ দেশেরও তরফেও কোনও আনুষ্ঠানিক বার্তা মেলেনি। তবে আমেরিকার সংবাদমাধ্যম ‘পলিটিকো’ তাদের প্রতিবেদনে দাবি করেছে, হোয়াইট হাউস সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে, তার সূত্রেই এই গুঞ্জন জোরালো হয়েছে।
গুঞ্জন হল, ভারত, রাশিয়া, চিন এবং জাপানকে সঙ্গে নিয়ে ‘পঞ্চঅক্ষ’ গড়তে চাইছে ওয়াশিংটন। যার নাম দেওয়া হতে পারে ‘সি-ফাইভ’ বা ‘কোর ফাইভ’। এই খবর প্রকাশ্যে আসার পরেই ট্রাম্পের পঞ্চঅক্ষে পাকিস্তানের না থাকা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের মত, বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনৈতিক গোষ্ঠী ‘জি৭’-এর গুরুত্ব কমাতেই এই অক্ষ গড়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট।





