- Advertisement -spot_img
Homeকলকাতাএসআইআরে জীবিত শাসক নেতা ‘মৃত’ ! শ্মশানে গিয়ে বেনজির প্রতিবাদ কাউন্সিলরের

এসআইআরে জীবিত শাসক নেতা ‘মৃত’ ! শ্মশানে গিয়ে বেনজির প্রতিবাদ কাউন্সিলরের

- Advertisement -spot_img

খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই তুলকালাম কাণ্ড হুগলিতে। তালিকায় ‘মৃত’ দেখানো হয়েছে খোদ এক তৃণমূল কাউন্সিলরকে। এর প্রতিবাদে নজিরবিহীন পদক্ষেপ নিলেন তিনি।

 

নিজেই নিজের সৎকার্য করতে শ্মশানে পৌঁছে গেলেন জলজ্যান্ত কাউন্সিলর! এই ঘটনায় নির্বাচন কমিশনের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনিতে। ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। তিনি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের ২২৬ নম্বর বুথের ভোটার।

 

মঙ্গলবার যখন ‘এসআইআর’ পরবর্তী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল, তখন দেখা গেল, তাঁর ক্রমিক নম্বর-সহ নাম রয়েছে ‘মৃতের’ তালিকায়। জীবিত জনপ্রতিনিধি নিজের নাম মৃতের তালিকায় দেখে আর স্থির থাকতে পারেননি। কাউকে কিছু না জানিয়ে প্রতীকী বিক্ষোভ হিসাবে তিনি নিজের সৎকার্য সম্পন্ন করার সমস্ত আয়োজন করেন। এরপর সেই সমস্ত জিনিস নিয়ে তিনি নিজেই পৌঁছান শ্মশানে। কাউন্সিলরের এই কাণ্ডে ডানকুনিতে শোরগোল পড়ে যায়। শ্মশানে বসেই কাউন্সিলর সূর্য দে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেন।

 

তিনি বলেন,আমি নিজে হেঁটে আসলাম, নিজের সৎকারের জন্য। আমি একজন জনপ্রতিনিধি, আমাকে মৃত দেখানো হচ্ছে। আমি তীব্র নিন্দা করছি। এরপরেই তিনি কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন কমিশনের যে আধিকারিকরা আছেন, তাঁদের আবেদন করব, আমাকে এসে চুল্লিতে পুড়িয়ে দিন। এই ঘটনায় ইতিমধ্যেই জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here