২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্য জুড়ে। জাতীয় নির্বাচন মিশনের তরফে সদ্য প্রকাশিত হয়েছে এসআইআর পরবর্তী ২০২৬-এর খসড়া ভোটার তালিকা। এই তালিকা প্রকাশ্যে আসার পরই হুগলির পোলবার গোস্বামী মালিপাড়ায় দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে বিজেপি। প্রার্থীর নাম ছাড়াই প্রতীক ব্যবহার করে গেরুয়া শিবির ময়দানে নামায় জোরদার রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলাজুড়ে । বিজেপির এই দেওয়াল লিখনে স্লোগান উঠেছে, ‘২৬-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন। হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে দাও ভোট’।
প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি, তাই শুধু দলের প্রতীক ব্যবহার করেই প্রচার শুরু হয়েছে । বিজেপির এমন আগ্রাসী দেওয়াল লিখন এবং স্লোগান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। হুগলি জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের আই (এন.টি.টি.ইউ.সি) সভাপতি মনোজ চক্রবর্তী সরাসরি আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ২৬-এর নির্বাচনে বিরোধীদেরই বিসর্জন হবে।
তিনি আরও অভিযোগ করেন, বিজেপি তাদের স্লোগান চুরি করেছে। মনোজের স্পষ্ট বার্তা, বাংলা সম্প্রীতির জায়গা, এখানে বিভেদের রাজনীতি কখনই সফল হবে না। অন্যদিকে, হুগলি জেলা বিজেপির সভাপতির নির্দেশেই এই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী। তাঁর বক্তব্য, এটি দলের একটি নির্দিষ্ট কর্মসূচি। ১৫ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে বিজেপির দেওয়াল লিখন শুরু হওয়ার কথা ছিল। তিনি আরও জানান, দেওয়াল লিখন কোনও নির্দিষ্ট প্রার্থীকে জেতানোর জন্য নয়, বরং দলকে জেতানোর লক্ষ্যেই করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে খসড়া তালিকা প্রকাশের পরেই দেওয়াল-যুদ্ধ শুরু হওয়ায় হুগলির রাজনীতি এখন সরগরম।





