দাউদাউ করে জ্বলছে ঘুনি বসতি। ঘন ঘন সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে বলেই দাবি স্থানীয়দের। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাঁটা স্থানীয়রা। ইতিমধ্যে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘুনি বসতিতে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
ঘুনি বসতিতে কমপক্ষে ২০০টি ঝুপড়ি রয়েছে। বুধবার সন্ধ্যায় সাতটার পর আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। নজরে আসার সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। তবে ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়েছে। ওই ঝুপড়ির বাসিন্দাদের দাবি, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে।
খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ৪টি এবং পরে আরও ৬টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই কাজ। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





