শহরের ব্যস্ত পিসি মিত্তাল বাস টার্মিনাসে বড়সড় নাশকতার ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে সাদা পোশাকে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশি তৎপরতা টের পেয়ে আরও কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসৎ উদ্দেশ্যে ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল। মাঝরাতে ওই এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে দ্রুত অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছাতেই দুষ্কৃতিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। তবে চারদিক ঘিরে ফেলে ৬ জনকে আটক করতে সক্ষম হন পুলিশ কর্মীরা।
ধৃতদের নাম নেপাল রাজবংশী, তাপস দাস ও পরিমল রায়—তিনজনই ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া নেতাজীনগরের বাসিন্দা সুব্রত সরকার, ইসলামপুরের মহম্মদ ইসমাইল এবং খোলাচাঁদ ফাঁফড়ি এলাকার বাপ্পি মাহাতোকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা বিভিন্ন এলাকার বাসিন্দা হলেও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।
ধৃতদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পলাতক দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ।
এই অভিযানের ফলে ব্যস্ত বাস টার্মিনাস এলাকায় সম্ভাব্য বড়সড় অঘটন রোধ করা সম্ভব হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।





